বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন শুভশ্রী কি রাজনীতিতে আসছেন? গণতন্ত্র শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সালাহউদ্দিন আহমেদের পেশাদারত্বের সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩০ ক্ষিপ্ত হয়ে দক্ষিণ কোরিয়ার ওপর ১০ শতাংশ শুল্ক বাড়ালেন ট্রাম্প চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার সিমেট্রি পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নাফ নদীতে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে আরও দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ ভূমধ্যসাগরে অভিবাসী নৌকাডুবে ৫০ জনের মৃত্যু সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে ‘সুশৃঙ্খল মব’ চলছে: নূরুল কবীর

শুভশ্রী কি রাজনীতিতে আসছেন?

কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিজের কাজ, সংসার–এই নিয়েই শুভশ্রীর জীবন। পরিচালক স্বামী রাজ চক্রবর্তী সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হলেও শুভশ্রীকে কোনো দিনই রাজনৈতিক ময়দানে দেখা যায়নি। ব্যারাকপুরের সংসদ সদস্য রাজ চক্রবর্তীকে তৃণমূলের মিটিং-মিছিলে যোগ দিতে প্রায়ই দেখা যায়।

শুভশ্রী এসব থেকে অনেকটাই দূরত্ব বজায় রেখেছেন। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজের পরিচালনায় শুভশ্রীকে দেখা গেছে ‘লক্ষ্মী এল ঘরেতে’। যেটা বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের একটি ডকুমেন্টারি ছবি বলা যেতে পারে। আর এর পরই গুঞ্জন শোনা যাচ্ছে যে, রাজের মতো শুভশ্রীও কি

রাজনীতিতে নাম লেখাতে চলেছেন? এই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন পরিচালক রাজ। এক সাক্ষাৎকারে রাজকে প্রশ্ন করা হয়, যদি মমতা বন্দ্যোপাধ্যায় শুভশ্রীকে বলেন যে, তুমি ভোটে দাঁড়াও একটা জায়গা থেকে, রাজের প্রতিক্রিয়া কী হবে? রাজ এই নিয়ে বলেন, এ বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবে শুভশ্রী। এরপর রাজ বলেন, ‘শুভশ্রী যদি দাঁড়াতে চাইত তাহলে অনেক আগেই দাঁড়াতে পারত।

আমাদের পরিবারে এই মুহূর্তে আমি রাজনীতিতে রয়েছি, আমাদের পেশা বিনোদন নিয়ে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো মানুষ রাজনীতিতে এলে সমস্যা হয়ে যাবে।’ রাজ আরও বলেন, “শুভশ্রী হয়তো দিদিকে খুব ভালোবাসেন। কিন্তু আমার কোনোভাবেই মনে হয় না ও রাজনীতিতে যোগ দেবে। কারণ আগামী এক বছরের জন্য শুভশ্রী বিনোদন জগতে কী কী কাজ করতে চলেছে, তা ঠিক করা রয়েছে। দিদি বলেছেন বলে ও ‘লক্ষ্মী এল ঘরে’ করেছে। কিন্তু আমার মনে হয় না ও রাজনীতিতে আসবে।”

তিনি জানান, রাজনীতি জীবনটাকে এলোমেলো করে দেয়। এখনকার রাজনীতি আর আগেকার রাজনীতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এ কথার মাধ্যমেই এটা একেবারে স্পষ্ট যে শুভশ্রী নিজেও যেমন চান না রাজনীতিতে আসতে, তেমনি রাজও চান না, তার স্ত্রী রাজনীতি করুক।



Our Like Page