মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র শীত ও তুষারঝড়ের কারণে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। আল-জারিরার খবরে বলা হয়েছে, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত অনেক এলাকা ভারী তুষারপাত, প্রচণ্ড ঠান্ডা এবং বরফে ঢেকে আছে। এরই মধ্যে নিউ ইয়র্ক সিটিতে বাড়ির বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে পাঁচজনকে।
সোমবার দেশটির আবহাওয়া অফিস জানায়, চলতি সপ্তাহে প্রচণ্ড শীত থাকবে এবং অনেক অঞ্চলে তাপমাত্রা রেকর্ডভাবে কমতে পারে। ম্যাসাচুসেটসে সপ্তাহান্তে সর্বোচ্চ ৫১ সেমি এবং পেনসিলভানিয়ায় ৫৮ সেমি তুষারপাত রেকর্ড করা হয়েছে।
তীব্র ঠান্ডায় এরইমধ্যে দেশটির লুইজিয়ানা ও টেনেসিতে ছয়জন, টেক্সাস ও অস্টিনে দুইজন, মিসিসিপিতে দুজন, আরকানসাসে ১৭ বছর বয়সী কিশোর, নর্থ ক্যারোলিনায় এক ব্যক্তি এবং ক্যানসাসে এক নারীর মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক সিটিতে বাড়ির বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে পাঁচজনকে। ম্যাসাচুসেটসে এক নারী তুষার পরিষ্কার করতে গিয়ে গাড়ির ধাক্কায় মারা গেছে।
স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৮ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন ছিল, যার মধ্যে টেনেসিতে ২ লাখ ৫০ হাজার এবং মিসিসিপিতে ১ লাখ ৪০ হাজার গ্রাহক। গেলো দুইদিনে কমপক্ষে ১৫ হাজার ফ্লাইট বাতিল হয়েছে।