বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন শুভশ্রী কি রাজনীতিতে আসছেন? গণতন্ত্র শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সালাহউদ্দিন আহমেদের পেশাদারত্বের সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩০ ক্ষিপ্ত হয়ে দক্ষিণ কোরিয়ার ওপর ১০ শতাংশ শুল্ক বাড়ালেন ট্রাম্প চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার সিমেট্রি পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নাফ নদীতে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে আরও দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ ভূমধ্যসাগরে অভিবাসী নৌকাডুবে ৫০ জনের মৃত্যু সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে ‘সুশৃঙ্খল মব’ চলছে: নূরুল কবীর

সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে ‘সুশৃঙ্খল মব’ চলছে: নূরুল কবীর

সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে ‘সুশৃঙ্খল মব’ কার্যক্রম চলছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর।

তিনি বলেন, ‘সম্প্রতি গণমাধ্যমের ওপর যেসব হামলা হয়েছে, তা ছিল পরিকল্পিত ও সংগঠিত। এর পেছনে সরকারি মদদ রয়েছে।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকার সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বাংলাদেশে গণমাধ্যম সংস্কার: স্বাধীনতা, দায়িত্ব ও ক্ষমতার সমন্বয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান।

নূরুল কবীর বলেন, ‘প্রকৃত সাংবাদিকরা ক্ষমতাকে প্রশ্ন করেন। যারা তা করেন না, তারা সাংবাদিক নন, তারা পাবলিক রিলেশন অফিসার।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের দুর্নীতির সঙ্গে শুধু অর্থনৈতিক সংকটকে দায়ী করা ঠিক নয়, অনেক সচ্ছল সাংবাদিক ও সম্পাদকও দুর্নীতিতে জড়িত।’

গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ বলেন, সরকারের মেয়াদের শেষ সময়ে এসে তাড়াহুড়ো করে অধ্যাদেশ জারি করা হচ্ছে, যা ভবিষ্যতে টিকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

তিনি তথ্য সম্প্রচার কমিশন ও গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগকে ‘জোড়াতালি’ বলে মন্তব্য করেন।

সিজিএস সংলাপে গণমাধ্যমে নারীর অংশগ্রহণ, জবাবদিহি এবং কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।



Our Like Page