বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন শুভশ্রী কি রাজনীতিতে আসছেন? গণতন্ত্র শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সালাহউদ্দিন আহমেদের পেশাদারত্বের সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩০ ক্ষিপ্ত হয়ে দক্ষিণ কোরিয়ার ওপর ১০ শতাংশ শুল্ক বাড়ালেন ট্রাম্প চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার সিমেট্রি পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নাফ নদীতে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে আরও দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ ভূমধ্যসাগরে অভিবাসী নৌকাডুবে ৫০ জনের মৃত্যু সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে ‘সুশৃঙ্খল মব’ চলছে: নূরুল কবীর

গণতন্ত্র শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সালাহউদ্দিন আহমেদের

দেশের জনগণের ভাগ্য উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

Stamford Details mid
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদেক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রত্যাশা পূরণ এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি। সেটি সম্ভব একমাত্র বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে।”

তিনি আরও বলেন, ‘‘বিএনপি এ দেশের গণমানুষের রাজনৈতিক দল। দলের উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার ভাবনা ও দেশের নিরাপত্তা—সবকিছুই দেশের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে প্রণীত।’’

গণসংযোগকালে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “যারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি, আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই, ধানের শীষে ভোট দিয়ে সারা দেশে বিএনপিকে বিজয়ী করুন। ইনশাআল্লাহ, বিএনপি একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে। যে রাষ্ট্র গঠনের স্বপ্নে এ দেশের শহিদরা রক্ত দিয়েছেন এবং গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।”

গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।



Our Like Page