সব বোর্ডের পাসের হার ও জিপিএ-৫ সব বোর্ডের পাসের হার ও জিপিএ-৫ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

সব বোর্ডের পাসের হার ও জিপিএ-৫

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১১৭ পাঠক

দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় এ ফল প্রকাশ করা হয়।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরীক্ষায় এবার গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।
সবগুলো শিক্ষাবোর্ড থেকে পাওয়া তথ্য মতে, ঢাকা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ১৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৫৩০ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন।
ময়মনসিংহে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ,  জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ০৯২ জন। যশোর বোর্ডে ৯৩ দশমিক শূন্য ৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০,২১৯ জন।
রাজশাহীতে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন। কুমিল্লা ৯৬ দশমিক ২৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন।
চট্টগ্রাম বের্ডে ৯১ দশমিক ১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন। সিলেট বোর্ডে পাস করেছে ৯৬ দশমিক ৭৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৮৩৪ জন।
এছাড়া মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। কারগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।
শিক্ষা বোর্ডগুলোর সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২২ লাখ ৭৮ হাজার পরীক্ষার্থী। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।
এবারের মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তর্ণী হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।
অন্যদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক ০৮ শতাংশ।
শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল দেখতে পাবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে গিয়ে সবাইকে ফল দেখার অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের প্রায় ৯ মাস পর ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়।
এর মাধ্যমে দেড় বছর পর প্রথম কোনো পাবলিক পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। সব বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD