নাটোরের ইউপি নির্বাচনে বিজয়ী যারা নাটোরের ইউপি নির্বাচনে বিজয়ী যারা – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

নাটোরের ইউপি নির্বাচনে বিজয়ী যারা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ১০৮ পাঠক

নাটোরের দুটি উপজেলার ১৫টি ইউপিতে নৌকা ৫, বিএনপি ৪ এবং ৬টিতে বিদ্রোহী প্রার্থীর জয়।

নাটোরের লালপুর এবং বাগাতিপাড়া উপজেলার ১৫টি ইউনিয়নে নৌকা ৫টি, আওয়ামী লীগ বিদ্রোহী ৬টি এবং বিএনপি (স্বতন্ত্র) ৪টিতে বিজয়ী হয়েছে। বাগাতিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নে দুটি নৌকা, দুটি বিএনপি এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে।
ফাগুয়ারদিয়ার ইউপিতে এসএম লেলিন (বিএনপি), বাগাতিপাড়া সদরে মজিবর রহমান (নৌকা), দয়ারামপুরে মাহাবুব ইসলাম মিঠু (নৌকা), পাঁকা ইউপিতে নয়েজ মাহমুদ (বিদ্রোহী), জামনগরে গোলাম রাব্বানী (বিএনপি)লালপুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৩টিতে নৌকা, দুটিতে বিএনপি (স্বতন্ত্র) এবং ৫ টি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে।
লালপুর ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক পলাশ (নৌকা), ঈশ্বরদী ইউপিতে আব্দুল আজিজ রঞ্জু (বিএনপি), চংধুপইলে রেজাউল করিম রেজা (নৌকা), আড়বাব ইউপিতে মখলেছুর রহমান (বিদ্রোহী), ওয়ালিয়ায় নূরে আলম সিদ্দিক (বিদ্রোহী), এবি ইউনিয়ন গোলাম মোস্তফা আসলাম (বিদ্রোহী), বিলমাড়িয়া ইউপিতে সিদ্দিক আলী মিষ্টু (বিএনপি), দুড়দড়িয়া তোফাজ্জল হোসেন (বিদ্রোহী), কদিমচিলান ইউপিতে আনসারুল ইসলাম (বিদ্রোহী) এবং দুয়ারিয়া ইউপিতে নুরুল ইসলাম লাভলু (নৌকা)।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD