কুষ্টিয়ায় ১৪ ইউপিতে আ’লীগ ৪, স্বতন্ত্র ১০টিতে জয়ী কুষ্টিয়ায় ১৪ ইউপিতে আ’লীগ ৪, স্বতন্ত্র ১০টিতে জয়ী – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

কুষ্টিয়ায় ১৪ ইউপিতে আ’লীগ ৪, স্বতন্ত্র ১০টিতে জয়ী

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৮৫ পাঠক

কুষ্টিয়ার সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার মোট ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৪ জন ও স্বতন্ত্র ১০ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) ভোটগ্রহণ ও গণনা শেষে রিটানিং কর্মকর্তাগণ বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজম জানান, প্রাগপুর ইউনিয়নে আশরাফুল ইসলাম মুকুল মাস্টার, রামকৃষ্ণপুর ইউনিয়নে সিরাজ মন্ডল, হোগলবাড়ীয়া ইউনিয়নে সেলিম চৌধুরী ও দৌলতপুর ইউনিয়নে মহিউল ইসলাম মহি নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এছাড়া বাকি ১০টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরা হলো খাস- মথুরাপুর ইউনিয়নে মনোয়ার কবির মিন্টু (আনারস), ফিলিপনগর ইউনিয়নে নঈম উদ্দিন ছেন্টু (চশমা), মরিচা ইউনিয়নে জাহিদুল ইসলাম জাহিদ (আনারস), চিলমারী ইউনিয়নে ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান (মোটরসাইকেল), পিয়ারপুর ইউনিয়নে সোহেল রানা বুলবুল (চশমা), রিফায়েতপুর ইউনিয়নে আব্দুর রশিদ বাবলু (মোটরসাইকেল), আদাবাড়ীয়া ইউনিয়নে আব্দুল বাকী (আনারস), বোয়ালিয়া ইউনিয়নে খোয়াজ হোসেন মাষ্টার (চশমা), খলিশাকুন্ডি ইউনিয়নে জুলমত হোসেন (ঘোড়া) এবং আড়িয়া ইউনিয়নে হেলাল উদ্দিন (মোটরসাইকেল) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তাপ আর উৎকন্ঠার মধ্য দিয়ে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ হয়। ভোট শুরুর দুই ঘন্টা পর  এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে নৌকায় সীল মারতে বাধ্য করার অভিযোগ এনে হোগলবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেন ভোট বর্জন করেন। তারাগুনিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সামনে তিনি ভোট বর্জনের ঘোষনা করেন।
নির্বাচন নির্বিগ্ন করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তিন প্লাটুন বিজিবি ও র্যা।ব মোতায়েন ছিলো।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD