বিশ্বে ২২ কোটি ৯২ লাখ ৯২ হাজার শনাক্ত বিশ্বে ২২ কোটি ৯২ লাখ ৯২ হাজার শনাক্ত – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

বিশ্বে ২২ কোটি ৯২ লাখ ৯২ হাজার শনাক্ত

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৭ পাঠক

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে। এসময়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৪৮ জনের। রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৫০ হাজার ৮৯৭ জন।

সোমবার সকাল সাড়ে ৮টায় করোনাবিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
এর আগে রোববার ৬ হাজার ৭৬৪ জনের মৃত্যু এবং ৪ লাখ ১৬ হাজার ৭৮৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।
সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত ৪৭ লাখ পাঁচ হাজার ৪৮২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২২ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৫২০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৫৯ লাখ ২২ হাজার ৫১৮ জন।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৯০৬ জন। মারা গেছেন ৬ লাখ ৯১ হাজার ৮৮০ জন। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ২৫ লাখ তিন হাজার ৯৯৫ জন।
তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মোট রোগী শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার ৮১৯ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৫ হাজার ১৬৫ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৭ লাখ সাত হাজার ৫৮৯ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে শনাক্তের সংখ্যা ২ কোটি ১২ লাখ ৩৯ হাজার ৭৮৩ জন। এর মধ্যে ৫ লাখ ৯০ হাজার ৭৮৬ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ২ কোটি দুই লাখ ৮০ হাজার ২৯৪ জন।
তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, ইরান, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন ও ইতালি। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এ ভাইরাসে দেশটিতে প্রথম মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।
সংক্রমণ চীন থেকে ছড়িয়ে পড়ার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয় ইউরোপের কিছু দেশ ও যুক্তরাষ্ট্র। তবে দেশগুলোতে চলতি বছরের শুরুর দিকে করোনা নিয়ন্ত্রণে আসা শুরু হয়। এর বিপরীতে পরিস্থিতি খারাপ হতে থাকে ভারতসহ এশিয়ার কিছু দেশে।
তবে ভারত থেকে ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কিছু দেশের অবস্থা আবারও খারাপ হচ্ছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD