ভারতের মধ্যপ্রদেশে বিষাক্ত মদ পান করে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে আরও ৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
সোমবার মধ্যরাতে প্রদেশের মোরেনা জেলায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে।
মৃত ১১ জনের মধ্যে ৩ জন প্রদেশের পাহাওয়ালি গ্রামের, ৮ জন মনপুর গ্রামের। এ দুটি গ্রামই জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। অসুস্থ ৭ জন নিকটস্থ গওয়ালির হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিকে রাজ্য সরকার ঘটনা তদন্তের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, বিষাক্ত স্পিরিট পানে তাদের মৃত্যু হয়েছে। যে এলাকায় এই মদ্যপানের ঘটনা ঘটেছে সেখানে পুলিশের কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়েছে। অবৈধ মদ বিক্রেতাদের আটকে অভিযান চলছে।
গেল বছরের ১১ অক্টোবর মধ্যপ্রদেশে বিষাক্ত মদ্যপানে ঠিক ১১ জনেরই মৃত্যু হয়েছিল।