বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৪ ডিসেম্বর) বাদ জুমা টাঙ্গাইলের উপজেলা মসজিদগুলোতে রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে জেলা শ্রমিক দল এ নেতার দোয়া মোনাজাত আয়োজন করে।
এর আগে নজরুল ইসলাম খান করোনা ভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার জেলার ১২টি উপজেলায় উপজেলা ও পৌর শ্রমিক দলের সমন্বয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, আশেকপুর, দরুন, বেপারীপাড়া, কচুয়াডাংগা, মিল্কভিটা, বেবীস্ট্যান্ড গোরস্হান মসজিদসহ জেলার প্রতিটি উপজেলার মসজিদে এ নেতার সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় দোয়া-মাহফিলে অংশ নেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি মেহেদী আলী খান, জেলা বিএনপির প্রচার ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে মনিরুল হক (ভিপি মুনীর), সহ-সভাপতি আবু সাঈদ, জয়নাল আবেদিন, আবুল হাশেম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, খালিদ মুন্সী, সহ সাধারণ সম্পাদক আঃ হালিম, লিয়াকত মোল্লা, সাংগাঠনিক কুব্বাত আলী মৃধা, আমিনুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, জেলা শ্রমিক দল নেতা নাসির কমিশনার, মফিজুর রহমান খান, হীরা মিয়া, মু. আসাদ, মু. হামিদুর রহমান, রেজাউল করিম রুমেল, খোকন সরকার, মঞ্জু মিয়াসহ শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।